বম্বে হাই কোর্ট জানিয়েছিল, প্রার্থনায় লাউডস্পিকারের ব্যবহার আবশ্যিক ধর্মীয় আচারের মধ্যে পড়ে না। শব্দদূষণ আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয় মুম্বই পুলিশকে। তবে এর পরই ওঠে পুলিশি তৎপরতার অভিযোগ। ইসলাম ধর্মাবলম্বীদের একাংশের অভিযোগ, কোনও কিছুর তোয়াক্কা না করেই খুলে নেওয়া হচ্ছে মসজিদের লাউডস্পিকার। খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এই বিষয়ে হস্তক্ষেপ করেন। হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা চালান তিনি। এই আবহেই এল ‘আজান অ্যাপ’।