Sandeep Lamichhane

ধর্ষণে দোষী সাব্যস্ত ক্রিকেটারের ৮ বছরের জেল! ৫,০০,০০০ টাকা জরিমানা

নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন ২৩ বছরের নেপালি ক্রিকেটার সন্দীপ লামিছানে।

সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কাঠমান্ডু শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ১৭:২৮
Share:
Advertisement

ধর্ষণে অভিযুক্ত নেপালি ক্রিকেটার সন্দীপ লামিছানের ৮ বছরের জেল। একই সঙ্গে তাঁকে ৩,০০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। ধর্ষিতা মহিলাকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে আরও ২,০০,০০০ টাকা। নেপালের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার ১৮ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত ক্রিকেটার সন্দীপের বিরুদ্ধে কারাবাস এবং আর্থিক জরিমানার রায় ঘোষণা করেছে জেলা আদালত। গত বছর সেপ্টেম্বরে লামিছানের বিরুদ্ধে ‘অ্যারেস্ট ওয়ারেন্ট’ জারি করে কাঠমান্ডু পুলিশ। নেপাল ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় লামিছানেকে। ২০১৮ সালে দিল্লির হয়ে আইপিএল অভিষেক হয়েছিল এই নেপালি ক্রিকেটারের। পরপর দু’বছর দিল্লির হয়ে আইপিএলে মোট ৯টি ম্যাচ খেলেছেন সন্দীপ লামিছানে। ঝুলিতে রয়েছে ১৩ উইকেট। আইপিএল ছাড়াও অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের পেশাদার টি-টোয়েন্টি লিগেও খেলছেন তিনি। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন ২৩ বছরের সন্দীপ লামিছানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement