এ বার কি ভাইফোঁটা হবে, উদ্বেগে ঘুম আসে না সিন্ধুর, দুশ্চিন্তায় রাত জাগে কলকাতার নেপালি পাড়া
নেপাল শান্ত হোক, প্রতিবারের মতো ফোঁটা নিতে আসুক ভাই। নেপাল থেকে বহু দূরে, কলকাতার বাড়িতে বসে সেটাই প্রার্থনা করেন সিন্ধু।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫২
Share:
Advertisement
কলকাতার নেপালি পাড়া।
অনেকের পরিবার প্রায় দু’প্রজন্ম আগে নেপাল ছেড়ে ভারতে চলে আসেন। কেউ সম্প্রতি। ও
পারে এখনও ছড়িয়েছিটিয়ে আছেন আত্মীয় পরিজনেরা। নেপালের হাওয়াবদলে উদ্বিগ্ন কমলা, জ্যোতি,
সিন্ধুরা।