নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘমামা’র দৌলতে বাংলা ধারাবাহিকে ফের মানালি দে, এবার তিনি এক মায়ের চরিত্রে। প্রোমোতে ইতিমধ্যেই ছোট দুগ্গার সঙ্গে মানালির রসায়ন নজর কেড়েছে। মানালির বিপরীতে দেখা যাবে রাহুল দেব বোসকে। এই বাড়ির অন্যান্য সদস্যদের চরিত্রে দেখা যাবে সোহাগ সেন, কন্যাকুমারী মুখোপাধ্যায়, অভিজিৎ গুহকে। ‘জাগো দুর্গা’ গান দিয়ে শুরু প্রথম এপিসোড, সেই এপিসোডের নেপথ্যের দৃশ্য ক্যামেরাবন্দি হল।