বিরোধীরা অভিযোগ তুলেছিল, তিনি অসুস্থ। হাওয়ায় ভাসছিল ডিমেনশিয়া-তত্ত্ব। বিহার ভোটের ফল বেরোলে দেখা গেল, বাজ়িগর সেই ‘বুড়ো বাঘ’ই। যিনি মন্থর হয়েছেন, কিন্তু কুর্সির রাস্তা হারাননি। সেই নীতীশ কুমারই ফের বিহারের মুখ্যমন্ত্রীর আসনে। নীতীশ যখন দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন, তাঁর পাশে মঞ্চে আসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।