একটা সময়, স্মৃতি ধরে রাখতে মানুষ ছবি তুলতেন। এখন মানুষ ছবি তোলেন, ভিডিয়োও করেন। কিন্তু স্মৃতি ধরে রাখতে নয়, কনটেন্ট করতে। বিয়ে, প্রেম, দাম্পত্য, ব্রেকআপ, ডিভোর্স সবই আজ সমাজ মাধ্যমে পোস্ট করার বিষয়। রাগ, দুঃখ, অভিমান, কান্না, ঝগড়াও কনটেন্ট। অনুভূতি ছাপিয়ে বড় হয়ে উঠছে ভিউজ, লাইক, শেয়ার। বাকিটা ব্যক্তিগত বলে কি কিছুই নেই?