ছোটবেলায় কিশোর কুমারের গলায় পল্টনদা শুনেছিলেন ‘পন্থী হুঁ ম্যায় উস পথ কা’। তার পর থেকেই কিশোর কুমারের সুরের পথ অনুসরণ। প্লে ব্যাক গায়ক হওয়ার স্বপ্ন সফল হয়নি। সংসারের জোয়াল টানতে খুলতে হয় চায়ের দোকান। কিন্তু গান ছাড়েননি পল্টনদা। হাতে হাতে তৈরি দুধ-চা, লিকার-চা, আর গলায় ‘গাতা রহে মেরা দিল’।