লাহৌর থেকে ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর বহওয়ালপুর। সেখানেই, প্রায় ১৮ একর জুড়ে শুভান আল্লাহ্ মসজিদের ক্যাম্পাস। অভিযোগ, সেটি জঙ্গিগোষ্ঠী জইশ-এ-মহম্মদের সদরঘাঁটি। জঙ্গিদের প্রশিক্ষণও চলত সেখানে। ‘অপারেশন সিঁদুর’-এর নিশানায় ছিল শুভান আল্লাহ্ মসজিদও। জইশ প্রধান মাসুদ আজহারের দাবি, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তাঁর পরিবারের দশ সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী। ২০০১-এর ভারতীয় সংসদ হামলা, ২০১৬ সালে পঠানকোট হামলা, ২০১৯-এ পুলওয়ামা— একাধিক জঙ্গিহানার নেপথ্যে মাসুদ আজহার। রাষ্ট্রপুঞ্জও তাঁকে এক জন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করেছে।