ধর্মীয় পরিচয় জেনে হামলা, পাক নিশানায় ধর্মস্থান, পহেলগাঁও থেকে শুরু পাকিস্তানের ষড়যন্ত্র
মহিলা ও শিশুদের চোখের সামনে হত্যালীলা চালায় জঙ্গিরা। তারপর ছেড়ে দেওয়া হয়। জবাবে ‘অপারেশন সিঁদুর’। যে অভিযানের নেপথ্যে মহিলা সেনা অধিকারিকেরা।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৯:৪০
Share:
Advertisement
ধর্ম পরিচয় জেনে নিশানায় শুধু পুরুষেরা। নাশকতার যে ছবি দেখে শিউরে ওঠে দেশ। নির্দিষ্ট ধর্মের মানুষকেই কেন নিশানা? নেপথ্যে কত গভীর ষড়যন্ত্র? গত দু’দশকের বেশি সময়ে দেশে জঙ্গি হামলায় শতাধিক নাগরিক নিহত। কিন্তু এ ভাবে ধর্ম বেছে খুন এক কথায় বেনজির।