২২ এপ্রিল ২০২৫। পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নিহত হন ২৫ পর্যটক এবং এক স্থানীয় যুবক। তারই জবাব দিতে ‘অপারেশন সিঁদুর’ চালাল ভারতীয় সেনা। ৬ মে মধ্যরাতে, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। নিশানায় লশকর-এ-ত্যায়বা, জইশ-এ-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের শিবির। কোথাকার কোন ঘাঁটিতে হামলা? সেই তালিকা প্রকাশ করেছে ভারতীয় সেনা।