Lok Sabha Election 2024

সিপিএমের ‘দ্বিতীয় মিনাক্ষী’, ঝাড়গ্রামের প্রার্থী, ‘প্যাড উওম্যান’ কে চেনেন?

২০১৯ সালে ঝাড়গ্রামে প্রার্থী হয়েছিলেন দেবলিনা হেমব্রম। এ বার নতুন মুখ সোনমণি টুডু।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
 ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৩ মে ২০২৪ ২১:২৭
Share:
Advertisement

জন্ম ঝাড়খণ্ডে—পূর্ব সিংভূম জেলার কোডিয়া গ্রামে। পুরুলিয়ার বান্দোয়ান লাগোয়া সেই গ্রাম। ২০১৬ সালে বান্দোয়ানের মণীশ টুডুর সঙ্গে বিয়ে, আর সেই সূত্রেই সোনামণি ‘বাংলার বউ’। ২০২৩ সালে বঙ্গভোটে অভিষেক। পঞ্চায়েতে জয়। আসনপানি পঞ্চায়েতের সদস্যা সোনমণিই ঝাড়গ্রাম লোকসভায় এবারের সিপিএমের প্রার্থী। অনর্গল কথা বলার ‘প্রতিভা’। দীর্ঘ ভাষণে অনর্গল বলতে পারেন বাংলা, হিন্দি, সাঁওতালি। নিজের বক্তব্যের কারণেই বৃন্দা কারাতের নজরে এসেছেন সোনামণি। দলেরই কেউ-কেউ বলছেন ‘বীরাঙ্গনা’, আগামী দিনে রাজ্য পার্টির ‘অ্যাসেট’। তুলনা হচ্ছে মিনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গেও।

২৫ মে ষষ্ঠ দফা। সে দিন ভোট ঝাড়গ্রামেও। দশ বছর এই আসন সিপিএমের হাতছাড়া। ২০১৯ সালে এই আসনে প্রার্থী হয়েছিলেন দেবলিনা হেমব্রম। এ বার নতুন মুখ সোনমণি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement