পহেগাঁওয়ে জঙ্গি হামলার জবাব ভারতের। মঙ্গলবার মধ্য রাতে প্রায় ভারতীয় সময় পৌনে দু’টো নাগাদ পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক পাক-মদতপুষ্ট জঙ্গি ঘাঁটি। পহেলগাঁও জঙ্গি হামলায় মারা যান বাংলার দুই। যার মধ্যে সমীর গুহর স্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া জানান।