ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করে পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনা সেই ছক বানচাল করে দিয়েছে। ভারতের কয়েকটি জায়গায় সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে রয়েছে অবন্তিপুরা, শ্রীনগর, জম্বু, পঠানকোট, অমৃতসর, কপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, ভাতিন্ডা, এবং চণ্ডীগড় সহ মোট মোট ১৫টি সেনা ছাউনি। যা বানচাল করে দিয়েছে ভারত।
পাকিস্তানের কয়েকটি জায়গার ‘এয়ার ডিফেন্স রাডার সিস্টেম’ ধ্বংস করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সেনা ছাউনি আক্রমণ করছে ছেড়ে দেওয়া হবে না।