‘অপারেশন সিঁদুর’ শেষ হয়নি, স্থগিত মাত্র। ভারতে বার বার হামলা চালিয়ে আসা জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বা, জৈশ-এ-মহম্মদের মাথাদের এ দেশে প্রত্যর্পণ করুক পাকিস্তান। ভারতের হাতে তুলে দেওয়া হোক, মাসুদ আজ়হার, হাফিজ় সইদ, জ়াকিউর রহমান লখভির মতো কুখ্যাত জঙ্গিনেতাদের। তবেই ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হতে পারে। এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন ইজ়রায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিংহ।