সংঘর্ষবিরতির মধ্যেও কি যুদ্ধেই মন পড়ে পাকিস্তানের? কূটনৈতিক স্তরে তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা। চিনের সঙ্গে সামরিক চুক্তি। একই সঙ্গে সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত পাকিস্তানের। পাকিস্তানে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট ১০ জুন। চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছুঁতে ব্যর্থ হতে পারে পাকিস্তান। সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এ প্রকাশিত সরকারি সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে, চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার হতে পারে ২.৬৮ শতাংশ। আইএমএফের ঋণ কি তলানিতে চলে যাওয়া পাক-অর্থনীতিকে আদৌ চাঙ্গা করতে পারবে?