রাতের হাইওয়ে। দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। গাড়ি ঢুকে পড়ে অন্য রাস্তায়। পিছনের গাড়িটি এসে সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মৃত্যু হয় এক মহিলার। নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। বছর ২৬ বয়স। পেশায় নৃত্যশিল্পী। বাড়ির একমাত্র রোজগেরে সদস্য। সুতন্দ্রার গাড়ির চালক ও সহযাত্রীর দাবি, ইভটিজ়িং করছিলেন অন্য গাড়ির যাত্রীরা। পুলিশের পাল্টা দাবি, ইভটিজ়িং নয়, রেষারেষির জেরেই দুর্ঘটনা। জেলা পুলিশের হাত থেকে তদন্তভার নিয়েছে সিআইডি। সুতন্দ্রার মৃত্যুর নেপথ্যে আসলে কী?