Narendra Modi

বঙ্গ সফরে মোদী, আলিপুরদুয়ার থেকেই নির্বাচনী প্রচার শুরু?

খারাপ আবহাওয়ার কারণে সিকিম যাচ্ছেন না, চিন সীমান্তে অবস্থিত সিকিম রাজ্যের ৫০ বছরের অনুষ্ঠানে অনলাইনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১০:৩১
Share:
Advertisement

পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী। জোড়া কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের কর্মসূচিস্থলে পৌঁছনোর আগে তথাকথিত চিকেন’স নেক ঘেঁষে বৃহস্পতিবার ত্রিভূজ আঁকতে চলেছে প্রধানমন্ত্রীর উড়ানপথ। মোদীর ‘হঠাৎ সফর’ ঘিরে এমনিতেই উত্তরবঙ্গ বিজেপিতে উৎসাহ তুঙ্গে। উত্তরের দুই জেলার জন্য প্রধানমন্ত্রী যে প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন, ২০২৬ সালের নির্বাচনে তাকে প্রচারের ‘হাতিয়ার’ করার কথাও বিজেপি নেতৃত্ব ভেবে ফেলেছেন। তবে অনুপ্রবেশ সমস্যা রুখতে কোনও কঠোর পদক্ষেপের কথা মোদী বলেন কি না, সে দিকেও তাকিয়ে উত্তরবঙ্গের বিজেপি নেতাকর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement