সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে ছেঁড়া জুতো, চটি, জলের বোতল। আর আছে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের ভিড় এবং বিশাল পুলিশবাহিনী। ১৫ মে রাতের বিকাশ ভবনের সামনের ছবিটা এ রকমই।
সকাল থেকেই বিকাশ ভবনের সামনে জড়ো হন চাকরিহারা শিক্ষকেরা। দাবি, নতুন করে পরীক্ষায় বসবেন না তাঁরা, তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে। ঘেরাও করা হয় বিকাশ ভবন। দীর্ঘ ক্ষণ আটকে থাকেন দফতরের কর্মীরা। রাত ৮টার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় লাঠিচার্জে একাধিক শিক্ষক আহত হন বলে অভিযোগ। বিক্ষোভকারীদের সরিয়ে বিকাশ ভবনের কর্মীদের বার করে আনে পুলিশ।