ইরান যুদ্ধে কোন পক্ষে থাকবে পাকিস্তান? এক দিকে ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক গাঁটছড়া, লগ্নির আশা। অন্য দিকে ইরানের পাশে থাকার তাগিদ। এর মাঝেই ট্রাম্পের জন্য শান্তিতে নোবেল চেয়ে বসেছে পাকিস্তান। তার পরেই ইরানে হামলা করেছে মার্কিন সেনা। বাধ্য হয়েই নিন্দা করেছে ইসলামাবাদ। ‘শ্যাম রাখি না কুল’- তা ঠিক করতেই এখন হিমশিম খাচ্ছে রাওয়ালপিন্ডি।