কখনও রসগোল্লা কখনও নিমকাঠ। বাংলার প্রতিপক্ষ ওড়িশা। এবার বাংলা-ওড়িশার দড়ি টানাটানিতে জগন্নাথ। থুড়ি ‘ধাম’। শুধু ‘জগন্নাথধাম’-ই নয়, ‘মহাপ্রসাদ’, ‘শ্রীমন্দির’, ‘শ্রীক্ষেত্র’, ‘পুরুষোত্তমধাম’এই নামগুলির উপরেও স্বত্ত্ব চাইতে তৎপর পুরীর মন্দির কর্তৃপক্ষ।