ফের রাত জাগবে কলকাতা। ফের রাতের রাস্তা দখলের ডাক। আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর উত্তাল কলকাতা পথে নেমেছিল। ১৪ অগস্ট রাতের দখল নিতে রাজপথে ভিড় করেছিলেন মেয়েরা। দলীয় পতাকা ছাড়াই স্লোগানে, চিৎকারে ঘুম ভাঙানোর ডাক দিয়েছিলেন। সেই আন্দোলনের এক বছর পূর্তিতে ফিরে দেখা। ‘রাতদখল’ আমাদের কী দিল? কতটা দখল নিতে পারলেন মেয়েরা? আলাপচারিতায় সমাজকর্মী শতাব্দী দাশ।