সভ্যতার বিলাসিতা নয়। জীবন কাটুক প্রকৃতির ছন্দে। আধুনিক শহরের পরিবর্তে বেছে নেন কর্নাটকের গুহাবাস। রুশ নাগরিক নিনা। শেষ পর্যন্ত অবশ্য নিনা কুটিনার ইচ্ছাপূরণ হল না। কর্নাটকের পুলিশ দুই মেয়ে-সহ নিনাকে উদ্ধার করে আশ্রমের জিম্মায় রেখে আসে। ভিসার মেয়াদ শেষ বহু বছর আগেই। তাঁদের রাশিয়ায় ফেরানোর তোড়জোড় চলছে।