ICC Womens World Cup 2025

বিশ্বজয়ী মেয়েদের ফেরার অপেক্ষা, উৎসব শিলিগুড়িতে, পঞ্জাব থেকে মহারাষ্ট্র বাঁধা আনন্দের সুরে

প্রথম বার বিশ্বকাপ জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের। দেশের কোণে কোণে তাই উদ্‌যাপন। কোথাও কেক কাটার পর্ব তো কোথাও ভাংরা নাচ। সফল মেয়েদের ঘরে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন পরিজনেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৯:৫৫
Share:
Advertisement

দীর্ঘ লড়াইয়ের ইতিহাস পেরিয়ে এসে দেশকে জিতিয়ে দিয়েছেন দেশের মেয়েরা। হরমনপ্রীত, জেমাইমা, স্মৃতি, রিচাদের সাফল্যের উদ্‌যাপন দেশের কোণে কোণে। ঝুলন-মিতালিদের স্বপ্ন এত দিনে সফল। ২০১৭-তে বিশ্বকাপের কাছে এসেও ফিরতে হয়েছিল ভারতকে। সে খেদ মিটেছে। লড়াই করে জয় ছিনিয়ে এনেছেন শেফালি, দীপ্তিরা। শিলিগুড়ি থেকে পঞ্জাব তাই মাতোয়ারা ঐক্য-সুরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement