দীর্ঘ লড়াইয়ের ইতিহাস পেরিয়ে এসে দেশকে জিতিয়ে দিয়েছেন দেশের মেয়েরা। হরমনপ্রীত, জেমাইমা, স্মৃতি, রিচাদের সাফল্যের উদ্যাপন দেশের কোণে কোণে। ঝুলন-মিতালিদের স্বপ্ন এত দিনে সফল। ২০১৭-তে বিশ্বকাপের কাছে এসেও ফিরতে হয়েছিল ভারতকে। সে খেদ মিটেছে। লড়াই করে জয় ছিনিয়ে এনেছেন শেফালি, দীপ্তিরা। শিলিগুড়ি থেকে পঞ্জাব তাই মাতোয়ারা ঐক্য-সুরে।