বিহারে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এ বাদ গিয়েছে ৬৫ লক্ষ নাম। নির্বাচন কমিশনের ওই পদক্ষেপের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা চলছে। সংসদও উত্তাল হয়েছে। এ বার নির্বাচন কমিশন ঘেরাও অভিযানে সামিল হল বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রায় ৩০০ সাংসদ। নেতৃত্বে রাহুল গান্ধী। জোটে না থাকলেও কর্মসূচিতে যোগ দেন আম আদমি পার্টির সাংসদেরাও। পাল্টা কটাক্ষ বিজেপি’র।