সেই তো আবার কাছে এলে... এক সময় তাঁদের প্রেম নিয়ে চর্চা কম হয়নি টলিপাড়ায়। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সম্পর্কের সমীকরণ। প্রেম, বিচ্ছেদ পরবর্তী সময়ে আবার এক ফ্রেমে ধরা দিলেন সৌপ্তিক চক্রবর্তী ও রণিতা দাস। শুধু তাই নয়, দুর্গা মন্দিরে গিয়ে দেবী দুর্গাকে সাক্ষী রেখেই হল তাঁদের ‘খেলা শুরু’!