কলকাতা নাইট রাইডার্সের দল থেকে মুস্তাফিজুর বাদ পড়ায় ‘অপমানিত’ বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট কোন্ট্রোল বোর্ডের উপর ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে বিশ্বকাপ না খেলতে আসবে না বাংলাদেশ!
সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুরের আইপিএল অভিষেক হয় ২০১৬ সালে। খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ানসের মতো চ্যাম্পিয়ন দলে। ঝুলিতে রয়েছে ৬৫ উইকেট। অতীতে আব্দুর রাজ্জাক, মহম্মদ আশরাফুল, মাশরাফি মোর্তজা, সাকিব-আল-হাসান, লিটন দাসরা আইপিএল খেলেছেন। আইপিএল-এ খেলার সুযোগ হয় তামিম ইকবালেরও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কেকেআরের হয়ে খেলা লিটন দাসকে অধিনায়ক করেছে বাংলাদেশ। দলে আছেন মুস্তাফিজও।