একটি গাড়ি দুর্ঘটনা। আর এক তরুণীর মৃত্যু। সঙ্গে একাধিক প্রশ্ন। রাতের জাতীয় সড়কে কয়েক কিলোমিটার বেপরোয়া গতির দুই গাড়ির সংঘর্ষ। রেষারেষির কারণেই দুর্ঘটনা? নেপথ্যে কোনও প্ররোচনা? দুর্ঘটনার পর পুলিশ ইভটিজ়িং-এর তত্ত্ব উড়িয়ে দিয়েছে। অন্য একটি গাড়ির সওয়ারি বাবলু যাদবকে পুলিশ গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে কাটবে রহস্যের জট? বাবলুর বাকি সঙ্গীরা কোথায়?