হানুকা উৎসব উপলক্ষে সিডনির বন্ডাই সৈকতে জমায়েত ইহুদিদের। ভিড় লক্ষ্য করে গুলি আততায়ী বাবা ও ছেলের। অস্ট্রেলীয় প্রশাসন বলছে, ‘জঙ্গিহানা’। আর সেই ‘জঙ্গি হামলা’র ঘটনাতেই অস্ট্রেলিয়ার ‘নায়ক’ এক স্থানীয় ফলবিক্রেতা। আহমেদ আল আহমেদ।