Tahawwur Rana’s extradition

মুম্বই হানার চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণে বাধা নেই, রায় আমেরিকার সুপ্রিম কোর্টের

২০০৮ সালের মুম্বই সন্ত্রাসবাদী হানায় ১৬০ জনেরও বেশি মৃত্যু হয়। সেই হামলার চক্রী তাহাউর রানার আর্জি খারিজ। ভারতের হাতে তুলে দেওয়ার পক্ষে রায় আমেরিকার সুপ্রিম কোর্টের।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ২০:৪৬
Share:
Advertisement

তাহাউর রানা। প্রাক্তন পাক সামরিক চিকিৎসক। লশকর-এ-ত্যায়বার সদস্য। মুম্বই পুলিশের অভিযোগ, রানা এবং তাঁর বন্ধু ডেভিড কোলম্যান হেডলি মুম্বই হানার চক্রান্ত করেন। আমেরিকায় জেলবন্দি রানাকে ২০২৩ থেকেই ভারতের হাতে তুলে দেওয়ার তোড়জোড় চলছিল। সম্প্রতি সেই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আমেরিকার সুপ্রিম কোর্টে যান রানা। ৬ মার্চ আমেরিকার শীর্ষ আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। কবে ভারতে নিয়ে আসা হবে মুম্বই হানার অন্যতম চক্রীকে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement