তাহাউর রানা। প্রাক্তন পাক সামরিক চিকিৎসক। লশকর-এ-ত্যায়বার সদস্য। মুম্বই পুলিশের অভিযোগ, রানা এবং তাঁর বন্ধু ডেভিড কোলম্যান হেডলি মুম্বই হানার চক্রান্ত করেন। আমেরিকায় জেলবন্দি রানাকে ২০২৩ থেকেই ভারতের হাতে তুলে দেওয়ার তোড়জোড় চলছিল। সম্প্রতি সেই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আমেরিকার সুপ্রিম কোর্টে যান রানা। ৬ মার্চ আমেরিকার শীর্ষ আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। কবে ভারতে নিয়ে আসা হবে মুম্বই হানার অন্যতম চক্রীকে?