সব আলো মহাকুম্ভে, তেলঙ্গানার সুড়ঙ্গে আটক আট কর্মীকে নিয়ে কি দেশ আদৌ চিন্তিত
এক দিকে মহাকুম্ভের ধুমধাম। অন্য দিকে পাঁচ দিন ধরে সুড়ঙ্গে আটক আট কর্মী। প্রয়াগরাজের উদ্দেশে ছোটা দেশ কি আদৌ তাঁদের নিয়ে চিন্তিত?
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০২
Share:
Advertisement
তেলঙ্গানার
নগরকুর্নুল। নির্মীয়মাণ সুড়ঙ্গে আটক আট কর্মী। এই নিয়ে পাঁচ দিন। উদ্ধারের নানা
চেষ্টা চলছে। আর অন্য দিকে মহাকুম্ভের ধুমধাম। গোটা দেশের টিভি ক্যামেরা তাক করে
আছে প্রয়াগরাজে। কুম্ভের ধুমধামে কি সুড়ঙ্গে আটক কর্মীদের কথা ভুলে গিয়েছে দেশ?