অপারেশন সিদুঁরের দ্বিতীয় পর্যায়ে পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির একাংশ দাবি করে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ক্ষতি হয়েছে সরগোধা লাগোয়া কিরানা পাহাড়ের ভূগর্ভস্থ পরমাণু অস্ত্রভান্ডারের। সেখান থেকে পরমাণু বিকিরণ ঘটছে। যদিও কিরানা পাহাড়ে হামলার দাবি নস্যাৎ করেছে ভারত। পরমাণু বিকিরণ নিয়ে কী জানাল বিশ্ব পরমানু শক্তি সংস্থা? কেনই বা কিরানা পাহাড় শিরোনামে?