প্রয়াগরাজ যেতে পারেননি অনেকেই। কিন্তু পুণ্যস্নান করতে ছুটে এসেছেন ত্রিবেণীতে। হুগলির সপ্তগ্রামের ত্রিবেণী। গঙ্গা, যমুনা, সরস্বতী— এই তিন নদীর মিলনস্থল। যমুনার অস্তিত্ব সঙ্কটে। সরস্বতী নদীর জল শুকিয়ে খাল হয়ে গিয়েছে। তাতে অবশ্য ত্রিবেণী সঙ্গমের মাহাত্ম্য কমেনি। বহু বছর আগে ত্রিবেণী ছিল সনাতন হিন্দুদের তীর্থক্ষেত্র। হুগলির ত্রিবেণী সঙ্গমকে বলা হয় মুক্তবেণী। সেই সঙ্গমে স্নান করতে লাখ মানুষের ভিড়।