Dengue

স্পেনের রাস্তায় না ঘুরে শহরের রাস্তায় ঘুরুন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ যুব কংগ্রেসের

ডেঙ্গি নিয়ে প্রতিবাদ, মশারি খাটিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৬
Share:
Advertisement

কলকাতা শহর জুড়ে ক্রমবর্ধমান ম্যালেরিয়া ও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা পুরসভা ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়। রাজ্য সভাপতি আজহার মল্লিকের নেতৃত্বে মঙ্গলবার ধর্মতলার গ্র্যান্ড হোটেলের সামনে জমায়েত করে বিক্ষোভ মিছিল করে যুব কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকরা। পরে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল ব্যারিকেড করে আটকে দেয় নিউ মার্কেট থানার পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিকের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী স্পেনে ঘুরে বেড়াচ্ছেন আর এখানে রাজ্য জুড়ে ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করেছে।তাঁর আরও অভিযোগ, ডেঙ্গি সামলাতে কলকাতা পৌর সংস্থা ও নবান্ন পুরোপুরি ব্যর্থ। যুব কংগ্রেসের প্রতিনিধি দল মেয়রের দফতরে ডেপুটেশন জমা দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement