ইজ়রায়েল-ইরান সংঘাতের কেন্দ্রে পরমাণু শক্তি আর ‘সুপ্রিম লিডার’ খামেনেই। ১৯৭৯ বিপ্লব-এর অন্যতম মুখ। পরে ইরানের সর্বাধিনায়ক। আমেরিকা, ইজ়রায়েলের জোড়া হুমকিতেও অবস্থানে অনড়। কে এই খামেনেই? কেন তাঁকে ঘিরে পশ্চিমী বিশ্বের এত মাথাব্যথা?