আপনার পায়ের মাপ যদি হয় ১৫! তা হলে কী করবেন? সাধারণত জুতোর মাপ মেরেকেটে ৯-১০। ১৫ হলে, কিনবেন কোথা থেকে?
কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট। মধ্য কলকাতার প্রথম চিনাপাড়া। লালবাজার লাগোয়া টেরিট্টি বাজার-চাঁদনি চক এলাকা। চিনা মন্দির থেকে শুরু করে চিনা খাবার, চিনা জুতো— সবেরই ঠিকানা।
সে রকমই বেন্টিঙ্ক স্ট্রিটের এক পাশ ধরে সার দিয়ে চিনাদের জুতোর দোকান। আনন্দবাজার ডট কমের গন্তব্য— সেন ফো অ্যান্ড কোং।