Bilkis Bano

বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির ঘটনার বিরোধিতায় মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্না

২৯ অগস্ট ধর্মতলায় ছাত্র সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় দলের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির প্রতিবাদে ধর্না কর্মসূচি করতে নির্দেশ দিয়েছিলেন।

প্রতিবেদন: প্রিয়ঙ্কর, ঋতুরাজ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩১
Share:
Advertisement

বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি ও বাগদায় ‘মহিলা নির্যাতন’-এর ঘটনার প্রতিবাদে ৪৮ ঘণ্টার ধর্না অবস্থান শুরু করল মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ধর্মতলার গাঁধী মূর্তির পাদদেশে এই ধর্না কর্মসূচি শুরু হয়। চন্দ্রিমা ছাড়াও ধর্নায় অংশ নিয়েছেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি চট্টোপাধ্যায় সহ মহিলা তৃণমূল কংগ্রেসের আরও অনেক নেত্রী। ধর্নামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের ‘প্রতিহিংসার রাজনীতি’-র বিরোধিতা করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement