অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি তাঁর তৈরি গান ভাইরাল। তাঁর ভক্তসংখ্যা নেহাতই কম নয়। নিজের সবচেয়ে পছন্দের জায়গা মঞ্চ। আর সেখান থেকেই বিরতি নিয়েছেন। কিন্তু কোন যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত? কাজ পাগল অনির্বাণ মন ভাল রাখতেই বা কী করেন, জানালেন আনন্দবাজার ডট কমকে।