সম্পর্কে কেউ প্রাক্তন হলে, তার সঙ্গে আগে কাটানো সময় মিথ্যা যাপন হয়ে যায় না: জয়া
মুক্তির অপেক্ষায় অনিরূদ্ধ রায়চৌধুরির ছবি ‘ডিয়ার মা’। ছবি নিয়ে আড্ডার পাশাপাশি উঠল বাংলাদেশে শাকিব খানের একাধিপত্যের কথাও, জবাব দিতে গিয়ে দ্বিধাহীন জয়া আহসান।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ২০:০৮
Share:
Advertisement
তাঁর শরীর মায়ায় মাখা, সম্পর্ক বা শাড়ি পুরোনো হলেও ফেলতে পারেন না। বলেন পুরনো সম্পর্কগুলো নিয়েই আজকের জয়া অহসান। কলকাতায় এসে কথা শুরু হল প্রথম শাড়ি নিয়ে। পুরোনো শাড়ি থেকে মায়ের কথা, মায়ের চেয়েও পুরোনো দিদার কথা, সেখান থেকে ইন্ডাস্ট্রির গল্প।