গল্ফ ক্লাব রোডের এই বাড়ির সঙ্গে টলিপাড়ার নিবিড় যোগাযোগ। এই বাড়িতে থাকেন রঞ্জিত মল্লিক, এই বাড়িতেই বড় হয়েছেন কোয়েল। মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘স্বার্থপর’, যেখানে বাবা ও মেয়ে দুই জনে অভিনয় করেছেন। ১৬ বছর পর আবার এক সঙ্গে বাবা-মেয়ে। আনন্দবাজার ডট কম-এর ক্যামেরার সামনে বাবার সাক্ষাৎকার নিলেন কোয়েল।