গ্রামের সহজ-সরল মনের মেয়ে কুসুমের ভূমিকায় তনিষ্কা তিওয়ারি। কুসুম মন থেকে শ্রদ্ধা করে ইন্দ্রাণীকে। তাঁর সঙ্গেই ব্যবসায় যোগ দেয় কুসুম। ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ের চরিত্র আবার বেশ কঠোর। এই চরিত্রে অঞ্জনা বসু। ধারাবাহিকে ইন্দ্রাণীর ছেলে আয়ুষ্মান। স্মার্ট, শিক্ষিত এক শহুরে যুবকের চরিত্রে দেখা যাবে ‘মিঠিঝোরা’র পরিচিত মুখ সপ্তর্ষি রায়কে।