রিয়েল লাইফে তিনি একজন পজ়িটিভ মানুষ, অভিনেতা হলেও গান গাইতে ভালবাসেন। তবে পর্দায় আসেন দুষ্টুমি করতে। তিনি ছোটপর্দার এক দাপুটে খলনায়িকা। দর্শক তাঁকে এইভাবেই ভালবেসেছেন। কিন্তু এ বার তিনি ইতিবাচক চরিত্রে। ‘পুতুল টিটিপি’তে স্বাগতা মুখোপাধ্যায়ের চরিত্রের নাম যোগমায়া। পরিবারের ঠাকুমা, যিনি অন্যায় দেখলেই তার প্রতিবাদ করেন। শুটিংয়ের ফাঁকে আনন্দবাজার ডট কমের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন স্বাগতা মুখোপাধ্যায়।