Tollywood News

কাজ কেন বন্ধ? টলিপাড়ার সংঘাতের নেপথ্যে কে? মীমাংসা চান রাজ, পরমব্রত, অনির্বাণ

পরিচালক, অভিনেতা, প্রযোজক, সবাই অপেক্ষায়, কবে আসবে সুদিন? কী ভাবে হবে সমাধান?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩
Share:
Advertisement

না বলে কাজ বন্ধ করার রোগ, নতুন বছরেও আক্রান্ত টলিউড। সেট তৈরি হতে হতেই পাকিয়ে গেল জট। বন্ধ কাজ। শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের শুটিং শুরু হওয়ার কথা ছিল। তার জন্য জোরকদমে কাজ চলছিল আর্ট ডিপার্টমেন্টের তরফে। শনিবারের পর রবিবারও কাজ হয়েছে। কানাঘুষোয় শোনা যাচ্ছিল, টেকশিয়ানদের না পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হতে পারে। গুঞ্জনই সত্যি হল। শ্রীজিৎ রায় প্রথম নন। অতীতে টেকনিশিয়ান-গিল্ড দ্বন্দ্বে বিপাকে পড়েন কৌশিক গঙ্গোপাধ্যায়ের মত পরিচালকও। টলিপাড়ার ডামাডোলে হাতছাড়া হয়েছে প্রযোজক, যার ফলে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুজোর ছবি ‘জংলা’র শুটিং বিশ বাঁও জলে। আটকে জয়দীপ মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ়ও। ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’— ছোট পর্দার এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। পরিচালক, অভিনেতা, প্রযোজক, সবাই অপেক্ষায়, কবে আসবে সুদিন? কী ভাবে হবে সমাধান?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement