ঐন্দ্রিলার ধারণা ওর এমন ক্রেজ় যে দুবাইয়ের শেখ ওর জন্য অপেক্ষা করছে: অঙ্কুশ
আড্ডায় একসঙ্গে অঙ্কুশ, ঐন্দ্রিলা ও সাহেব। অফস্ক্রিন রসায়ন যে জমজমাট তা বলার অপেক্ষা রাখে না।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ২১:১৩
Share:
Advertisement
টলিউডে তাঁরা অনেক দিনের পরিচিত, তবে বন্ধুত্ব হয়েছে সদ্য। লন্ডনে ছবির শুটিংয়ে দারুণ সময় কাটিয়েছেন। ছবির প্রচারেও সেই রেশ কমেনি। আড্ডায় একসঙ্গে অঙ্কুশ, ঐন্দ্রিলা ও সাহেব। অফস্ক্রিন রসায়ন যে জমজমাট তা বলার অপেক্ষা রাখে না।