এমন নয় যে এই প্রথম কেনেডি হত্যার গোপন ফাইল প্রকাশ করল আমেরিকা। এর আগেও করেছে। তাতে ধোঁয়াশা কাটেনি। ট্রাম্প সরকার এ’বার ২ হাজার ২০০টি ফাইল প্রকাশ করেছে। যার মধ্যে ৬৩ হাজার পাতার নথি। টাইপ রাইটারে লেখা, হাতে লেখা নোট, স্টিল ছবি, অডিয়ো ক্লিপ, ভিডিয়ো—সব মিলিয়ে এক বিপুল দলিল। আমেরিকার জাতীয় সংরক্ষণাগারের ওয়েবসাইটে সমস্ত নথি আপলোড করা হয়েছে। কিন্তু কী নতুন তথ্য রয়েছে তাতে?