১৫ মাসের যুদ্ধ শেষ হয় ১৯ জানুয়ারি। ঘরে ফিরতে শুরু করেন ঘরছাড়া গাজ়াবাসী। তত দিনে ইজ়রায়েলি সেনার বোমায় গুঁড়িয়ে গিয়েছে প্রায় সব ঘরবাড়ি। ধুলোর সাম্রাজ্যে নতুন করে জীবন শুরু করছিলেন। এর মধ্যেই ট্রাম্পের ঘোষণা, গাজ়ার দখল নেবে আমেরিকা। কথার কথা? নাকি এটাই ভবিষ্যত? কোথায় যাবেন গাজ়াবাসী?