চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালই কি শেষ? সাদা বলের ক্রিকেটকে বিদায় বলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি?
রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি নিউ জ়িল্যান্ড। এখনও পর্যন্ত ভারত নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১১৯টি একদিনের আন্তর্জাতিক খেলছে। যেখানে ৬১টি ম্যাচে জয় পয়েছে ভারত। অন্যদিকে নিউ জ়িল্যান্ড জয় ছিনিয়ে নিয়েছে ৫০টি ম্যাচে। যার মধ্যে রয়েছে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। এই দুই ক্ষেত্রেই ভারতের আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে নিউ জ়িল্যান্ড।
চলতি প্রতিযোগিতায় এই নিয়ে দ্বিতীয় বার একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউ জ়িল্যান্ড। লিগ পর্বে নিউ জ়িল্যান্ডকে হারিয়েই অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত। ২০০০ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত পারেনি। ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছেই হার। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে এই নিউ জ়িল্যান্ডের কাছেই আবারও হার। জিততে পারেনি বিরাট কোহলির ভারত। বছর দুই পর, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারতের জয়ের রথ থামিয়ে রোহিত শর্মাদের নাস্তানাবুদ করে ব্ল্যাকক্যাপস। সামনে আরও এক ফাইনাল। এই ম্যাচের উপরই অনেকটা নির্ধারণ করছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের ভবিষ্যৎ! ভারত হারলে রোহিতের বিদায়! জল্পনা দৈনিক জাগরণের প্রতিবেদনে। হিন্দি ভাষার এই প্রত্রিকা দাবি করেছে, কিউইদের বিরুদ্ধে হারলে সম্ভবত সাদা বলের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন রোহিত শর্মা। জিতলেও ছেড়ে দিতে পারেন অধিনায়কত্ব।