A R Murugadoss

দেশ স্বাধীন হওয়ার খবর পৌঁছয়নি দক্ষিণের গ্রামে, দীর্ঘস্থায়ী অত্যাচারের গল্প এবার পর্দায়

‘অগাস্ট ১৬, ১৯৪৭’ ছবির ট্রেলার মুক্তি পেল মঙ্গলবার। তামিলনাড়ুর পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামের স্বাধীনতার লড়াইয়ের কাহিনি বলবে এই ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ২২:০৪
Share:
Advertisement

দেশ স্বাধীন হল কিন্তু তামিলনাডুর পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে স্বাধীনতার স্বাদ তো দূরে থাক, সেই খবরটুকুও পৌঁছল না। দেশের অন্যান্য প্রান্তে যখন স্বাধীনতার উদযাপন চলছে তখন সেঙ্গাড়ু গ্রামে ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছায়া। সেখানে থাকা ব্রিটিশ শাসকের চক্রান্তের জেরে গ্রামবাসীরা জানতেই পারলেন না আগের দিন দেশ স্বাধীন হয়েছে। সুতরাং তাঁদের স্বাধীনতার লড়াই জারি থাকল আগের মতো করেই। তামিল ছবি ‘অগাস্ট ১৬, ১৯৪৭’ ছবির বিষয়বস্তু এই কাহিনি। ছবিটি পরিচালনা করেছেন এন এস পঙ্কুমার। প্রযোজনায় এ আর মুরুগাদস যিনি ‘গজনি’র মতো জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন। মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে গৌতম কার্তিককে। মুক্তি পেয়েছে ট্রেলার। আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে ‘অগাস্ট ১৬, ১৯৪৭’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement