Holi 2023

রং নয়, ফুলের দোলে মাতোয়ারা শৈশব, বসন্ত উদ্‌যাপনে বাধা নয় চোখের আঁধার

প্রতি বছরের মতো এ বারেও আবির সরিয়ে রেখে, ফুল দিয়ে দোল খেলার আয়োজন হয়েছিল কলকাতার একটি দৃষ্টিহীনদের স্কুলে।

সম্পাদনা: বিজন

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৩ ১৪:৪৭
Share:
Advertisement

অজস্র কচিকাঁচাদের শোরগোলে সরগরম চত্বর। এরা কেউই চোখে দেখতে পায়না। কোনটা লাল, আর কোনটাই বা হলুদ— তার সঙ্গে পরিচিতি ঘটেনি কোনও দিনই। দোল তাই এই খুদেদের কাছে আর পাঁচটা দিনের মতোই রংহীন। দক্ষিণ কলকাতার একটি দৃষ্টিহীন শিশুদের স্কুলে প্রতি বারেই দোল খেলার আয়োজন হয় তাদের পড়ুয়াদের রঙের উৎসবে সামিল করে নিতে। তবে ফাগের রাগে নয়, উৎসবে যোগ দেওয়া সকলকে রাঙিয়ে নেওয়া হয় ফুলের সাহায্যে। এ বারেও তার অন্যথা হল না। শনিবার, দোল উৎসবের দু’দিন আগেই ‘ফুলদোল’ পালন হল স্কুল চত্বরে। পড়ুয়াদের উৎসবে যোগ দেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement