BBC Documentary

পুলিশের ‘না’, তা সত্ত্বেও রাস্তাতেই মোদীর তথ্যচিত্র দেখালেন বাম পড়ুয়ারা

যাদবপুর, প্রেসিডেন্সি ও আলিয়ার পরে শহরের আরও এক বিশ্ববিদ্যালয়। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাম পড়ুয়ারা কলেজ স্ট্রিটে বিবিসির বিতর্কিত তথ্যচিত্রটি দেখান।

প্রতিবেদন: তীর্থঙ্কর

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২১
Share:
Advertisement

মোদীর উপর বানানো বিবিসির তথ্যচিত্র দেখানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা উদ্যোগী হয়েছেন তথ্যচিত্রটি দেখাতে। যাদবপুর, প্রেসিডেন্সি, আলিয়ার পরে এ বার কলকাতা বিশ্ববিদ্যালয়। এসএফআই সমর্থকেরা শুক্রবার কলেজ স্ট্রিট ক্যাম্পাসে তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করেছিল। ছবি দেখানো শুরু করার আগে পুলিশ এসএফআই সমর্থকদের বাধা দেয় এবং আটক করার হুমকি দেয়। তা উপেক্ষা করে রাস্তার উপরেই ছবি দেখানোর ব্যবস্থা করে পড়ুয়ারা। কিন্তু ছবি চলার সময় পুলিশের তরফ থেকে কোনও রকম বাধা আসেনি। পুলিশ কী পরে কোনও আইনি ব্যবস্থা নেবে? আনন্দবাজার অনলাইনকে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকেরা জানান যে জোড়াবাগান থানার উচ্চপদস্থ আধিকারিকেরা ব্যাপারটি খতিয়ে দেখবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement