Vande Bharat

মোদীর পশ্চিমবঙ্গ সফর বাতিল, বন্দে ভারতের ভার্চুয়াল উদ্বোধন

শুক্রবার ভোরে প্রয়াত হন নরেন্দ্র মোদীর মা হীরাবেন। ইতিমধ্যেই তিনি আমদাবাদে পৌঁছে গেছেন। শুক্রবারই গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য হতে পারে।

প্রতিবেদন: প্রচেতা

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ০৯:৫৩
Share:
Advertisement

শুক্রবার হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ও জোকা-তারাতলা মেট্রো রেলের উদ্বোধন থেকে শুরু করে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকের মতো বেশ কিছু কর্মসূচির জন্য এ রাজ্যে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই কারণে সকাল থেকেই সাজ সাজ রব হাওড়া স্টেশনে। কিন্তু শুক্রবার ভোরে মোদীর মা হীরাবেন প্রয়াত হওয়ায় শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সফর বাতিল করে আমদাবাদ চলে যেতে হয় তাঁকে। তবে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে যে রাজ্যের সব পূর্বনির্ধারিত অনুষ্ঠানেই মোদী ভার্চুয়ালি যোগ দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement